গান: নবী এলেন উঠলো গেয়ে
কথা ও সুর: আবদুল লতিফ

নবী এলেন উঠলো গেয়ে
বনের যত বুলবুলি
নবীর নামে উঠলো হেসে
ডালে ডালে ফুলগুলি ॥

এলেন নবী এই দুনিয়ায়
লাগল রে রং লতায় পাতায়
অন্ধযুগের গেল যে তাই
বন্ধ ঘরের দ্বারগুলি ॥

নবীর নামে সাগর গাঙে বান ডেকেছে ওই
খুশির ধারায় পাহাড় বেয়ে ঝরনা ঝরে ওই ॥

এলেন নবী শান্তি এলো
সব শিশুরা বন্ধু পেলো
ফুলপাখিরা উঠলো নেচে
শাখায় শাখায় দোলদুলি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *