গান: নামের বড়াই করো নাকো
কথা ও সুর: সত্য সাহা
নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়
নামের মাঝে পাবে না তো সবার পরিচয়
মতিঝিলে মতি নেই নেই কোন ঝিল
সোনারগাঁয়ে সোনা নেই আছে শুধু বিল
ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় ॥
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম
হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম
সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয় ॥
কর্ণফুলির কানের ফুল দেখে না তো কেউ
বুড়িগঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ
পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেনো কয় ॥