গান: না না মার্কি’নি প্রহসন চলবে না
কথা ও সুর: সংগ্রহ
না না মার্কি’নি প্রহসন চলবে না
না না জালিমের ক্ষমা আর মিলবে না
আগামীর সকালটা হবেই তো ইরাকে
ইরাকির বক্ষের তরতাজা রক্তেই
জাগবেই জাগবেই অসংখ্য অন্তর ॥
রোদনের শেষ কি রে নেই
বেদনার শেষ কি রে নেই
যন্ত্রণা কেন শেষ হয় না
বাগদাদে ভোর কেন হয় না
বিশ্বের মুসলিম জড়ো হও
লড়ে যাও লড়ে যাও
ভেঙে দাও মার্কিনি বাঙ্কার ॥
বিশ্বের মানুষের অন্ন কেড়ে খাবে বুশ
তা হতে আর মোরা দেব না
চিরকাল মুসলিম মার খেয়ে মরবে
তা হতে আর মোরা দেব না।
পুঁজিপতি মার্কিনি সাবধান
শ্যারন ব্লেয়ার সাবধান
তোদেরই দিন শেষ এইবার
রেডি হও চ্যালা নিয়ে পালাবার
বিশ্বের মানুষেরা ইরাকের সাথে
আজ জেগেছে
ছাড়বে না ছাড়বে না তোকে আজ ॥