না হয় হলো মন শুকনো কোন মরুভূমি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
না হয় হলো মন শুকনো কোন মরুভূমি
আশাহত হয়ো নাকো তুমি ॥
আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে
দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে
বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে
হাসছে কেমন করে জানবে তুমি ॥
ব্যথাহত মনটারে দেখাও আকাশ
কী করে বিহানে হয় আলোর প্রকাশ।
মহীরুহ নাম তার রয় যে গো দাঁড়িয়ে
ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মাড়িয়ে
তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়/
নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়
বিজয় সুদূরে নয় মানবে তুমি ॥