গান: নিজেকে বড় মনে করো না তুমি
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

নিজেকে বড় মনে করো না তুমি
নিজেকে নিজেই ছোট ভেবে দেখ হায়
নিজে যারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয় ॥

বড় কথা বলো না আপবাদ দিও না
কাউকে অবজ্ঞা করো না তুমি
তোমার ব্যবহারে কেউ যদি ব্যথা পায়
ভেবে নিও নিষ্প্রভ তুমি
ব্যবহারে মনুষত্বের পরিচয় ॥

সর্বযুগের সেরা মহামানব হয়ে
এসেছিলেন যিনি এই বিশ্বে
ছোটদের দেখা পেলে তিনিও সবার আগে
সালাম দিতেন মৃদু হেসে
তিনি তো শিখিয়ে গেলেন বিনয় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *