গান: নিঝুম দুপুরে প্রতিটি সন্ধ্যায়
কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম
নিঝুম দুপুরে প্রতিটি সন্ধ্যায়
পাখিরা সুরে সুরে গায়
এমন দেশটি এই পৃথিবীর
আর তো কোথাও নাই ॥
বহুদূর থেকে যে নদী বয়ে যায়
কলকল তানে বলে যায়
এমন দেশটি এই পৃথিবীর
আর তো কোথাও নাই ॥
ফাগুনের ফুলে ওই ভোমরা দোল খায়
গুন গুন সুরে গেয়ে যায়
এমন দেশটি এই পৃথিবীর
আর তো কোথাও নাই ॥
আযানের সুর প্রতি ঘরে ধ্বনিত হয়
বিধাতার গুনগান গায়
এমন দেশটি এই পৃথিবীর
আর তো কোথাও নাই ॥