গান: নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চল
কথা ও সুর: সংগ্রহ
নিত্য যেথায় সূর্য ওঠে সেথায় সবে চল
ছায়া ঘেরা মায়া ভরা সুখের কথা বল ॥
নিত্য যেথায় কচিকাঁচা খেলে কানামাছি
দারিয়াবান্ধা গোল্লাছুট আজর দুয়ার বৌঝি
ঝুর ঝুর ঝুর ঝুর মিষ্টি বায় মনটা শীতল করে দেয়
আঁধার কালো নেই যেখানে জ্বলে হেরার আলো ॥
নিত্য যেথায় ভোরের পাখি গায় কোরআনের গান
মুয়াজ্জিনের কণ্ঠে শুনি বেলালি আযান
এসো চলি মোরা আজ মিলে মিশে
সুখে দুঃখে সাথী হয়ে ভালোবেসে
সত্য ন্যায়ের পথে চলি মন্দ হবে ভাল ॥