গান: নীল আকাশের লক্ষ তারার জোনাক জ্বলেছে
কথা: হেলাল উদ্দিন
সুর: হাসিনুর রব মানু
নীল আকাশের লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দুয়ার খুলেছে ॥
মক্কা ধামে ছিলো আমার মা আমেনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে ॥
আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি
অন্ধকারে নতুন দিনের প্রদীপ জ্বেলেছে ॥
রহমতের ফল্গুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মন মাতানো ফুল
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে ॥