গান: নীল নীল রং বুকে ধারণ করে
কথা: নূরুল ইসলাম মিঠু
সুর: সুমন আজিজ
নীল নীল রং বুকে ধারণ করে
ঘুমিয়ে আছে আসমান
দোয়েল কোয়েলের কণ্ঠে শুধু
শুনি মধুর কলতান
হে খোদা মোরা জানি এসব তোমার দান
হে প্রভু মোরা জানি এসব তোমার দান ॥
মোদের জমিন প্রাণ ফিরে পায়
আকাশ দিলে বৃষ্টি
মরা বৃক্ষে ফুল দেখা দেয়
পড়লে তোমার দৃষ্টি
ওই অরুণ দেয় কিরণ
নেই তার কোন অবসান ॥
রাতের মাঝে বিরাজ করে
ঝিলমিল ওই জোছনা
অবাক হয়ে দেখতে থাকি
ওই দারুণ মোহনা
সিন্ধুর উর্মি তোমার নামে
করে শুধু কলতান ॥