গান: পড়লে ধরা পাবে না কূল কিনারা
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
পড়লে ধরা পাবে না কূল কিনারা
এ জীবন নয় তো খেলা
নয় তো মেঘের ভেলা
ঘুড়ি উড়ে হাওয়াতে
নাটাই যে তার হাতে
সময় হলে টান মারিবে
পাবে না আর তো ছাড়া ॥
দুনিয়ার রঙ তামাশায় থাকলি রে মশগুল
বিবেকের শত ডাকেও ভাঙল না তোর ভুল রে ॥
কত জনে ল্যাং মারিলা
ক্ষমতার রঙ দেখাইলা
কালের চাকা যায় ঘুরে
কালো কেশে পাক ধরে
তবুও অন্ধ তুমি
তবুও দিশেহারা ॥