গান: পাহাড় সমান গুনাহ আমার
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

পাহাড় সমান গুনাহ আমার
আকাশ ছোঁয়া ক্ষমা তোমার
ওগো দয়াময়
তোমার প্রেমের ঝর্ণাধারা
বইছে জগৎময় ॥

মাগফিরাতের হাত তুলেছি
ওগো পরওয়ার
শূন্য হাতে কেউ ফেরে না
দরবারে তোমার
নাফরমানির গ্লানি মুছে
করো পুণ্যময় ॥

ঝড় তুফানে অন্ধকারে
তুমি ভরসা
তোমার আলোয় কেটে যাবে
সকল তমশা
পথ হারালে হাত ধরিও
ওগো জ্যোর্তিময় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *