গান: পূব আকাশে সূর্য হেসে
কথা: আবদুল্লাহ আল বাকি
সুর: রবিউল ইসলাম ফয়সল
পূব আকাশে সূর্য হেসে
গায় যে প্রভুর গান
জ্যোৎস্না রাতে চন্দ্র হেসে
জপে রবের শান।
গাছ-গাছালি পাখ-পাখালি সৃষ্টি যত সব
আপন মনে তাসবিহ পড়ে করছে কলরব
যেদিকে চাই যে দিকে তাকাই
শুধুই প্রভুর নাম
তাঁর মহিমায় শোকর করে তামাম কুল জাহান।
শুধুই মানুষ সৃষ্টি করে তামাম মাখলুকের
করে না শোকর করে না সিজদাহ মহান মাবুদের
আল্লাহ তা‘লার তাসবিহ জপো
তিনি তো মহান
ফুটাবো কুসুম হৃদ কাননে জান্নাতি সুঘ্রাণ।