গান: প্রভুর করুণা পেতে
কথা ও সুর: আকরাম মুজাহিদ
প্রভুর করুণা পেতে
জীবন করেছি আমি
মরুভূমি সম প্রতিকূল
রহমের ঝর্ণা চেয়ে কাঁদে অনিবার
বারে বারে হই যে ব্যাকুল ॥
যাতনা সয়ে সয়ে
দুটি হাত তুলি যদি কান্নায়
অনুতাপ ক্ষয়ে ক্ষয়ে
প্রশান্তিতে মন ভরে যায়
তোমার প্রেমে প্রেমে মন
থাকে যেন সদা আকুল ॥
দীনের পথে চলে
মরণ আসে যেন শহীদের
এই চাওয়া পাওয়া শুধু
কষ্টে পুড়ে যাওয়া জীবনের
কোন পথের বাঁকে বাঁকে
আমি যেন করি নাকো ভুল ॥