গান: ফজর হলো বিছানা ছাড়ো ছেলে
কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা
ফজর হলো বিছানা ছাড়ো ছেলে
দুনিয়াটা দেখো দু’চোখ মেলে ॥
পবিত্র হও সালাত আদায় করো
খোদার কালাম শুদ্ধ সহীহ পড়ো
দরুদ ও সালাম পড়ো হৃদয় ঢেলে ॥
পবিত্রতায় শুরু হলে তোমার দিনের কাজ
বরকতে সব সহজ হবে পাবে রহমতেরই তাজ।
ঈমান রাখো ভোরের আলোর মতো
সিজদাহ করো বিনয় অবনত
খোদার হুকুম পালন করো
দিনের আলোক জ্বেলে ॥