গান: বদরের মাস এলো
কথা: আসাদ বিন হাফিজ
সুর: মাহফুজ বিল্লাহ শাহী
বদরের মাস এলো
কদরের মাস এলো এলো রমজান
ভাঙো ঘুম ভাঙো নিদ
জাগো বীর মুজাহিদ জাগাও ঈমান ॥
এ মাস তো নয় পাপ দেখে ঘুমাবার
এ মাস তো জানি শুধু রুখে দাঁড়াবার
পুণ্যের লাভাস্রোতে
মিথ্যাকে চুরমার করো খান খান ॥
বদরের স্মৃতি যদি
না জাগায় তব মনে জোশ জেহাদের
কদরের রাত যদি
হৃদয়ে না জ্বালে আলো খোদায়ী নূরের।
কেমন বান্দা খোদার নবীর প্রেমিক
ওই মুখে শতবার ধিক শুধু ধিক
জীবন বিধান মেনে
আঁকড়ে ধরেনি যেজন কোরআন ॥