জারী গান: বাংলাদেশের হাল-হাকিকত
কথা ও সুর: আবুল কাশেম

(ওরে) বাংলাদেশের হাল-হাকিকত
করতে বর্ণনা
জারীরও আসরে তাই
মোদের আনাগোনা ॥

ভেবে দেখ আরেকবার
কী কারণে রাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার।

আরে ও দেশের ভাই
তোমরা জেনে যাও সবাই
(আরে) শহর নগর গাঁও গেরামের
ছবি তুলে ধরে
অশান্তির আসল কারণ
যাই বর্ণনা করে
ভাবনা চিন্তা করার শক্তি
আছে তো সবার-
দেশের দুঃখ বাড়ছে কেন
ভাব আরেকবার।

হায় রে গায়ের রক্ত পানি করে
চাষী ফসল ফলায়
ঋণের দায়ে যায় চলে সব
মহাজনের গোলায়
মহাজনের ফূর্তি বাড়ে
বুক ভাঙে চাষার-
এমনিভাবে চলছে গাঁয়ে
কত অত্যাচার।

(হায় রে) মজুর পায় না মজুরী তার
ন্যায্য পাওনা মত
লেগে থাকে সংসারে তার
অভাব কত শত।
রোগী পায় না ঔষধপত্র
ছেলে মেয়ে তার-
(ওরে) নুন আনতে ভাই পান্তা ফুরায়
বাড়ে দুঃখ ভার ॥

ভেবে দেখ আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার।

(হায় রে) রিকশাওয়ালা জেলে চাষী
মাঝি মজুর কুলি
কামার কুমার সর্বহারা
যাদের কথাই বলি-
তাদের ঘরে সুখ আছে ভাই ?
শান্তি আসে কার ?
কেবা পাচ্ছে বল দেখি
বাঁচার অধিকার ?
(হায় রে) বাড়ছে বেকার হাজার হাজার
সারা দেশটা জুড়ে
চাকরির খোঁজে যুবকদের ভাই
স্যান্ডেল যাচ্ছে ছিঁড়ে।

চাকরি যেন সোনার হরিণ
খুঁজে পাওয়া ভার-
(দেখ) সব অফিসের সিন্দ দরজায়
নো ভ্যাক্যান্সিয়ার।
ভেবে দেখ আরেকবার
কী কারণে রাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার।

আরে ও দেশের ভাই
তোমরা জেনে যাও সবাই-
আরে ওসব কথা বলতে গেলে
অনেক হবে দেরী
মন দিয়া ভাই শোনেন
সাইমুম শিল্পীগোষ্ঠীর জারী।

মনের মত মন পাওয়া ভাই
বড়ই ঝামেলার
(ঐ) মুখোশ পরা মানুষগুলোই
করছে সব সাবাড়।

(ওরে) শাসনতন্ত্রে বিসমিল্লাহ দেয়
এই দরবেশ সরকার
(আবার) চালান জোরে ব্যবসা-
হাউজি ও জুয়ার
মায়া বড়ি রঙিন টিভি
এবং ভিসিয়ার-
এসব নিয়ে মেতে আছেন
বেকায়দার সরকার।

(আরে) সরকারের ভাই বাহাদুরী
বড়ই লজ্জাজনক
তালপট্টি নেয় দখল করে
তবু অনড় টনক
হপ্তায় হপ্তায় বৈঠক করে
গঙ্গায় ফারাক্কার-
ঘোড়ার আন্ডা গন্ডায় গন্ডায়
দেন যে উপহার।

ভেবে দেখ আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার।
হায় রে রাজনীতি সম্পর্কে কথা
বলবো কি যে ভায়া
বলতে গেলে ঘিন্না লাগে
বড় লাগে হায়া
পিরিতিরই হায় নাজির ভাই
কেউ বা ধব্জাধর
তাদের এই পাড়ে পবিত্র শরীর
মুন্ডুটা ঐ পাড়
(ভাই রে) রাজনীতি ভাই ব্যবসার মত
হয়ে গেছে যেন
মুরগি নেতা পাতি নেতা
দল ভাঙে ভাই কেন
আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্য
আছে ভাই রে যার
খোদার সন্তোষ ছাড়া
বল কি কামনা তার
(হায় রে) মান্ধাতা আমলের
শিক্ষানীতি চলছে দেশে
চালু করে ছিল যা ভাই
ইংরেজেরা এসে
দেশ চালানোর যোগ্য হয় না
ছাত্র মাদ্রাসার
(হায় রে) কেউ বা বলে ভার্সিটি ভাই
ছাগলের খোয়াড়
ভেবে দেখো আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *