গান: বাগানের ফুলগুলো প্রভুর নামে
কথা: নাজমুস সাদাত
সুর: ইকবাল হুসাইন

বাগানের ফুলগুলো প্রভুর নামে
মেলে দিল এক দিন পাখা
প্রজাপতি হয়ে তারা উড়ে বনে বনে
স্বপ্ন ডানায় ছবি আঁকা
প্রভুর স্মরণে মাঝে স্বপ্ন পূরণ
প্রভুর স্মরণে তাই থাকা ও ও ও
স্বপ্ন ডানায় ছবি আঁকা

সাগরের ঢেউ তোলা উত্তাল পানি
রবের জিকির করে যায়
মেঘ হয়ে অবশেষে উড়ে আকাশে
রিমঝিম বৃষ্টি ঝরায়
রবের জিকির মাঝে সান্তনা সুখ
রবের জিকির মনে রাখা ও ও ও

তারকারা খুঁজে ফেরে জোছনা ফাগুন
কোন এক নূরের ছোঁয়ায়
জোনাকির মাঝে হলো তারারা বিলীন
মিটিমিটি আঁধারের গাঁয়
আল্লাহর কাছে তাই হৃদয় নত
জাগে মনে ঈমানের শাখা ও ও ও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *