গান: বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনি
কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: রবিউল ইসলাম ফয়সল
বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনি
আল্লাহ নামের গান
সুনীল আকাশে ঐ মেঘের ভেলা
জপে তোমার নাম ॥
স্নিগ্ধ সকালের ঝিকিমিকি রোদ
গোধূলির ওই লালিমা
রাতের আকাশ ভরা তারার মেলা
গাইছে তোমার মহিমা
তোমার প্রেমেতে ব্যাকুল ধরা
করছে সদা গুণগান ॥
অঝোরে ঝরে পড়া বাদল ধারা
ঢেউ খেলানো সাগর
ঝিলের বুকে ফোটা শাপলা কমল
তোমার জিকিরে বিভোর
সৃষ্টিকূলে তাই শ্রেষ্ঠ হয়ে
স্মরি তোমার নাম ॥