গান: বাবলা ডালে বাতাস কেন কাঁদে
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান
বাবলা ডালে বাতাস কেন কাঁদে
সেই কথাটি আজো বুঝি নাই
নদীর বুকে কী সে আর্তনাদে
ঘূর্ণি এবং তুফান দেখতে পাই ॥
চোখ দেখে না মন বোঝে না কিছু
ছুটছি আমি হায় যে কিসের পিছু
মাতাল যেন জ্ঞান হয়েছে হারা
ওলট পালট হাঁটছি সহসাই ॥
নিজের ছবি হয়নি চেয়ে দেখা
কপাল ভরে জমছে কত রেখা
তাও বুঝিনি বদলে গেল সব
সবুজ শোভা হচ্ছে পুড়ে ছাই ॥