গান: বিধায়ক আলোক তুমি
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
বিধায়ক আলোক তুমি
দ্বীনের বিধান কি তা দেখিয়ে গেলে
বিপথ ও সুপথের সন্ধানও দিয়ে গেলে।।
বিদীর্ণ হৃদয়ের বিদারিত বুক থেকে
বিদূরিত করেছো সকল ব্যথা
সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে
চিন্তা বিভোর ছিলে গো সদা
যেনো- তোমাতে মানবতার মুক্তি মেলে।।
বাহুর বলে কেউ বন্ধু তো হয় না
বহুগুণে বেড়ে যায় জুলুম শোষণ
তোমার ছিল মন হৃদয়ে ভালোবাসা
কখনো করনি বৈরনির্যাতন
তুমি- করেছো ক্ষমা কারো আঘাত পেলে।।