গান: বিশ্ব জগৎ গড়লে প্রভু
কথা: খন্দকার সাইদুর রহমান
সুর: মশিউর রহমান


বিশ্ব জগৎ গড়লে প্রভু
আল্লাহ মেহেরবান
তোমায় চেনার হৃদয় দিও
দাও খাঁটি ঈমান ॥

সোহাগ মহিমা দিয়েছ ফল ও ফুলের বন
ভালোবাসার সুখের আশায় দিলে আপনজন
মা মাটি আর বন্ধু স্বজন
সব তোমারই দান ॥

পোড়া মাটির মানুষ গড়ে দিলে তাতে প্রাণ
পথের দিশায় রাসূল দিলে দিলে পাক কুরআন
রোজ হাশরের বিচার দিনে
দান করো আসান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *