গান: বুশের ধ্বংস ঠেকাতে কেউ পারবে না
কথা ও সুর: সংগ্রহ
বুশের ধ্বংস ঠেকাতে কেউ পারবে না
মানবতার বন্ধু যারা
তারা তারে ছাড়বে না ॥
মাটির মানুষ শত্রু বুশের
দিন ঘনিয়ে আসে যে নিশ্চিত
উন্মাদ বুশের কা- দেখে
বিশ্ববাসী অবাক ও বিস্মিত
বিশ্ব বিবেক ক্ষুব্ধ এখন
পড়ছে ফেটে যখন তখন
কোন দালাল তাই গোষ্ঠী সুদ্ধো
ডব্লিউ বুশ হারবে না ॥
আমেরিকার গর্ব খর্ব হবেই হবে যে
সত্য ন্যায়ের ঝা-া উঁচু রবেই রবে যে।
খুনী বুশের খতম হবার
সঙ্গে সঙ্গে সকল ষড়যন্ত্র
খতম হওয়া শুরু হবে
ধ্বংস হবে সকল স্বৈরতন্ত্র
খেলাফতের দিন আসে তাই
আদৌ কোন সন্দেহ নাই
আল্লাহ তায়ালার সৈনিকেরা
কারোরই ধার ধারবে না ॥