গান: ভয় পেলে ক্ষয়ে যায়
কথা: সাজজাদ হোসাইন খান
সুর: সাইফুল্লাহ মানছুর


ভয় পেলে ক্ষয়ে যায়
সাহসের মন
তেড়ে আসে মেরে আসে
শীত কনকন ॥

কনকনে শীতে কাঁপে
হৃদয়ের ঢাল
উড়ে যায় দূরে যায়
সবুজ সকাল ॥

ভয়দের ভাষা তাই
অতি কর্কশ
হুট করে লুটে নেয়
খ্যাতিমান যশ ॥

দুরুদুরু বুক থেকে
দূর হবে ভয়
আল্লার সাথে যদি
মন কথা কয় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *