গান: ভাবতে পারি না
কথা: মোক্তাদির মাওলা
সুর: জাফর সাদেক


ভাবতে পারি না
নেই তোমাদের দলে
খুন রাঙ্গা পথে রই
প্রতি কোলাহলে ॥

দু’চোখের পাতায় আজো
সেই স্মৃতি ভাসে
হেসে হেসে প্রাণ দেয়া
সুখের উল্লাসে
কী মধুর ক্ষণ আহা
থাকা গলে গলে ॥

মন চায় ফিরে পেতে
শুধু বার বার
জিহাদের কাফেলায়
এগিয়ে যাবার
পারবো না যেতে জানি
নয় কোন ছলে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *