গান: ভালোবাসার নিবিড় বাঁধন
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: আমিনুল ইসলাম
ভালোবাসার নিবিড় বাঁধন
মায়া মমতার একি বাঁধন
বাঁধলো আমার মা
অকৃত্রিম এই ভালোবাসা
কোথাও মেলে না ॥
সবার প্রিয় আমারই মা
আমার চোখের মণি
আমার মায়ের অন্তরে পাই
সোহাগ ভরা খনি
সেই মায়েরই সঙ্গে কারো
হয় কি তুলনা ॥
মা যে আমার কত আপন
জানে না তা কেউ
মা যে আমার ভালবাসার
সাত সাগরের ঢেউ।
আমার মায়ের মুখের হাসি
বল না কোথায় পাই
হৃদয় কাড়া সেই হাসিটা
সদাই পেতে চাই
মা যে আমার দোজাহানের
সুখের ঠিকানা ॥