গান: ভাল কাজ করলে ভাল থাকে মন
কথা ও সুর: মাসুদ রানা
ভাল কাজ করলে ভাল থাকে মন
আনন্দ থাকে মনে থাকে সারাক্ষণ।
ভাল কাজ করলে খুশি হন আল্লাহ তায়ালা
আখেরাতে দিবেন তিনি বেহেস্তি ফুলের মালা
মন্দ কাজ তাই আর নয়
ভাল কাজ করব করছি যে পণ।
বাবা মা খুশি হয় করলে ভাল কোন কাজ
সৎ সাহস বাড়ে থাকে নাতো শংকা ও লাজ
খুশি হয় শিক্ষক পাড়া প্রতিবেশী
খুশি হন যত আত্মীয়-স্বজন।