গান: ভোরের বাতাসে যদি
কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা
ভোরের বাতাসে যদি
আযান আসে ভেসে
দোয়েল শ্যামার গানে
শালিক ওঠে হেসে
পৃথিবীর আর কোথাও আমি নেই
আছি বাংলাদেশে ॥
রোদের কোমল কণা
ঘাসের শিশির ডগায়
মুক্তো যেন ঝরে
দক্ষিণ হাওয়ায় দোলে
পালটি ওঠে ফুলে
কুলু কুলু কর্ণফুলি
সাগর খুঁজে মরে
পদ্মা মেঘনা যমুনারা
এক মোহনায় মেশে ॥
শ্যামল ছায়ার বিকেল
ঘরমুখো সব ফেরা
আঁচল কাহার দোলে
সন্ধ্যা তারার মায়া
মায়ের স্নিগ্ধ কায়া
জোনাকিরা কোন অজানা
আলিঙ্গনের কোলে
জোসনা ঘেরা গ্রামটি আমার
প্রাণটি ওঠে নেচে ॥