গান: ভোরের সোনালি আলোয়
কথা: আ জ ম ছালাউদ্দিন
সুর: সাইফুল্লাহ মানছুর
ভোরের সোনালি আলোয়
নরম ধানের শীষে জাগো
মুক্ত মানিক শিশিরে সোহাগ
জড়িয়ে তুমি থাকো ॥
রূপসা পদ্মা মেঘনায়
মাছ রাঙ্গা ঝিলমিল পাখায়
রাখালি বাঁশির সুরে সুরে
দোয়েল কোকিল হয়ে ডাকো ॥
আমলকি পিয়ালের বনে
সুর তোল জীবনের গানে
তমাল জারুল শাখে শাখে
সবুজ দেশের ছবি আঁকো ॥