গান: মজলুম মুসলিম জনতা
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক
মজলুম মুসলিম জনতা
দিকে দিকে লুণ্ঠিত মানবতা
পাঠাতে পার নাকি উড়ন্ত আবাবিল
ভেঙে দিতে পার নাকি জালিমের দীল ॥
ইরাকি শিশুরা কী অপরাধ করেছিল
বুলেটের আঘাতে তারা ঝলসিত কেন হল
আর কতকাল বৃদ্ধ আবাল
আঘাতে মারবে ঐ পাপীষ্ঠ চিল ॥
জ্বলছে যেন আজ ইরাকের প্রতিটি জমিন
তবু কেন জাগো না নিস্তেজ ওহে মুমিন
বাতিলের উপর পড়বে গজব
শত্রু বিনাশীতে খোদা পাঠাও আজরাইল ॥