গান: মনের বিজয় চাইতে হলে
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
মনের বিজয় চাইতে হলে
জ্ঞানের বিজয় চাই
জ্ঞান যেখানে বোবা বধির
হৃদয় সেথা নাই ॥
জ্ঞানের ধনে ধনী যারা
সকল কিছুর মালিক তারা
বিশ্ব জুড়ে ভুরি ভুরি
তারই প্রমাণ পাই ॥
আমরা যে ভাই জ্ঞানের কাঙ্গাল
তাই এত দুঃখ
ঘরে বাইরে তাই তো মোদের
সমান দুর্ভিক্ষ ।
জ্ঞানে গুণে ধনী হলে
বড় হবে মন তাহলে
এইসব কথা গান বানিয়ে
সুর ছড়িয়ে যাই ॥