গান: মন থেকে অগোচরে
কথা ও সুর: নাজমুল কবীর

মন থেকে অগোচরে
যা কিছু মুছে যায়
আনন্দঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো
নীরবে কাঁদায় ॥

একটি মানুষ তার মন ও মনন
হৃদয়ের জানালাতে উঁকি দেয় অগণন
বেদনার মরু ধূলি শুধু ওড়ে না
তূষের অনলের মত দহনে পোড়ায় ॥

কিছু কিছু মানুষের জীবনাচরণ
সম্মুখে চেনা যায় না
জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ
কেউ মেলাতে পারে না।

যার কথা ভেসে ওঠে মনে বারে বার
তার মত আপন এত কে হবে আবার
প্রিয়জন চলে গেলে ফিরে আসে না
তাকে ছাড়া কোনভাবে প্রাণ না জুড়ায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *