গান: মাওলা রে মাওলা রে মাওলা
কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক
মাওলা রে মাওলা রে মাওলা
পাপের বোঝায় পাপী আমি
এই অধম গুনাগার
দয়ার সাগর তুমি দয়াল
কর সে দয়ায় একটু পার ॥
এই দুনিয়ার আঘাতে আঘাতে
জর্জরিত এই মন
সুখ তো পাই না কপালে সয় না
জ্বালা সহি সারাক্ষণ
পাড়ের আশায় বসে আছি
দিও ওপারে গেলে সুখ ॥
এই দুনিয়ায় সব হারায়ে
নিঃস্ব যে হয়েছি
শত ব্যথা আঘাত পেলেও
তোমাকে ঠাঁই দিয়েছি
পারঘাটাতে বসে আছি
বড় আশায় বেঁধে বুক ॥