গান: মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়
কথা ও সুর: দিদারুল ইসলাম
মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়
মাঝে মাঝে রিপুগুলো মনকে তাড়িয়ে নেয়
সরল পথ থেকে বহুদূর কিনারায় ॥
চারিদিকে নগ্নতা অশ্লীল পিছুটান
আমাকে ঘিরে ধরে টেনে নেয় অগণন
মনকে বোঝাতে চাই মন কেন বোঝে না
মালেকের সাথীরা বিপথে যায় না ॥
তবে কি হয় না পড়া কুরআন হাদিস আর
বিপ্লবী জীবনের সেই সাহিত্য।
হে মালিক আমি তব পথে অসহায়
মুস্তাকিমের পথে রাখিও অটুট সদায়
ঐশী আলোক শিখায় তাজা রাখো এই প্রাণ
এই মুনাজাত জপে বিদগ্ধ তনুমন ॥
কথা ও সুর: দিদারুল ইসলাম