গান: মানবতা দিকে দিকে কাঁদছে
কথা: জাকির আবু জাফর
সুর: শাহাবুদ্দীন


মানবতা দিকে দিকে কাঁদছে
শোকের পাথর বুকে বাঁধছে ॥

সুখের স্বপ্নগুলো গলে গলে
ভেসে যায় বেদনার সাগর জলে
ঢেউ যেন হতাশার সুর সাধছে ॥

আশার আকাশে নেই জোসনার রাত
শিশির ভেজা নেই সোনালি প্রভাত
অথচ পাখিরা নীড় সুরে ডাকছে ॥

মানুষকে হতে হবে আবার মানুষ
ভেঙ্গে ফেলে বিলাসীয় ভোগের ফানুস
ঐতো আগামীকাল ফের আসছে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *