গান: মারহাবা করতালি কিছু চাই না
কথা ও সুর: লিটন হাফিজ চৌধুরী

মারহাবা করতালি কিছু চাই না
আমি চাই শিশুদের পড়ালেখা বিনে
জীবন যেন কাটে না
আমি চাই দুঃখীদের খাদ্য-বসন বিনে
জীবন যেন কাটে না ॥

আমার মত হাজার শিশু
পেটের দায়ে কাজের পিছু
ছুটছে অবিরাম
নেই কোনো বিশ্রাম
দেখেও তা কেউ দেখে না ॥

আদর করে আশার বাণী
কেউ শোনায় না একটুখানি
চোখের কান্নায়
বুক ভেসে যায়
এ ব্যথা কেউ বুঝে না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *