গান: মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা
কথা ও সুর: আবদুস সালাম

মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা
সাব্বির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা
মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা
জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী
আনলে ধরায় দীনের জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা মা ॥

কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই
কেউ হারিয়ে দীনের সাথী নিঃস্ব এ ধরায়
তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে
বুক ভেঙে যায় কান্না ফুরায় না ॥

আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ
জীবন দিয়ে রেখেছিল আল কুরআনের মান
দীনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগলপারা
আরশ ছায়ায় তাদের ঠিকানা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *