গান: মাহে রমজান এলো বছর ঘুরে
কথা ও সুর: কামরুল ইসলাম হুমায়ুন
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
রহমতেরই বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে ॥
গুনাহ মাফের এই তো সুযোগ
খোদার প্রিয় হবার এই তো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
খোদার রঙে জীবন রঙ্গীন করে ॥
পাপী তাপী আয় রে ছুটে
খোদার রহম তোরা নে রে লুটে
পাহাড় সমান গুনাহর বোঝা
দিবেন রহীম সবই ক্ষমা করে ॥