গান: মা হলো এক শান্তি সুখের
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
মা হলো এক শান্তি সুখের
সুধা ভরা মধুর নাম
মা আছে যার তার জীবনে
পূর্ণ হলো সুখের দাম ॥
মা যে সবার শিশু বেলায়
পাশে রাখে স্নেহের ভেলায়
ঘুম পাড়ানী গান গায়
পাশে বসে শোলক বলা
সৎ কাজের উপদেশ দেয়া
তার মতো আর কেউ নাই ॥
মা যে বলে সত্য বল
মিথ্যাকে পরিহার করো
শিখতে শেখো সকল কাজের
সুফল কুফল পরিণাম ॥
আল্লাহ তায়া‘আলার রহমতে
মা পেল যে দুনিয়াতে
সে বড় ভাগ্যবান
কিন্তু যেজন মা হারিয়ে
মার মমতার স্মৃতি নিয়ে
কাঁন্দে সদা তার প্রাণ
যার আছে মা সে না বুঝে
না আছে যার সে মা খুঁজে
থাকলে সেবা নইলে দোয়া
মায়ের জন্য করো দান ॥