গান: মিথ্যা বলা পাপ
কথা ও সুর: সংগ্রহ
মিথ্যা বলা পাপ
মিথ্যা কথায় বিপদ অনেক
মিথ্যা অভিশাপ ॥
এক যে ছিল রাখাল ছেলে
কথায় ছিল ফাঁকি
বাঘ এসেছে বাঘ এসেছে
করতো ডাকা ডাকি
গাঁয়ের লোকে আসতো ছুটে
দেখতো সবি ফাঁকি ॥
এক সকালে বাঘটা দিল
পশুর পালে হানা
করল সাবার মহিষ-গরু
দুম্বা ছাগল ছানা ॥
রাখাল ছেলে জোর চেঁচাল
বাঁচাও বাঁচাও বলে
শরকি নিয়ে কেউ এলো না
আর তো দলে বলে
সত্য বলেও সেদিন রাখাল
আর পেলো না মাফ ॥