গান: মুখে মুখে সুখের কথা
কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা
মুখে মুখে সুখের কথা
ঈদ মোবারক ঈদ মোবারক
সবার জন্য হোক আনন্দ
ঈদ মোবারক ঈদ মোবারক।
চাঁদের মুখে মিষ্টি রূপার আলো
ঘুরে ঘুরে সুখের সুর ছড়ালো
পাতায় পাতায় শাখায় শাখায়
ঈদ মোবারক ঈদ মোবারক ॥
রোজার শেষে শুদ্ধ শুভ্র মনে
খুশির পাখি স্নিগ্ধ সোহাগ বনে
সাগর যেন দোল খেয়ে যায়
ঈদ মোবারক ঈদ মোবারক ॥
মানুষ মানুষ আজকে দেখো ভাই
বেহেশত যেনো এই দুনিয়া তাই
ফুলের হাসি মুখে মুখে
ঈদ মোবারক ঈদ মোবারক ॥