গান: মুচকি হাসির হাসনাহেনা
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: লিটন হাফিজ চৌধুরী
মুচকি হাসির হাসনাহেনা
ফোটাও তোমার মুখে
তার সুবাসে জীবন তোমার
ভরবে অথৈ সুখে
মুচকি হাসির ঘ্রাণে-
খুশির খবর যায় ছড়িয়ে
হাজার কোটি প্রাণে
ভালোবাসার রঙিন সুতোয়
যে হাসিটা দোলে
সে হাসিটা দিতেও পারে
অনেক বিপদ রুখে।
মুচকি হাসি অসীম অপার
সদকা হয়ে যায়
শুভ্র মেঘের ভেলার মতো
সোহাগ বয়ে যায়।
মুচকি হাসির প্রেমে-
আকাশ থেকে জোছনা মুখি
চাঁদও আসে নেমে
মনের মোহন মায়ার চিঠি
যে হাসিটা খোলে
সে হাসিটা সাহস যোগায়
দুকূল ভাঙা দু:খে।