গান: মোরা হতে চাই প্রিয়তম তোমার
কথা ও সুর: সালমান আল আযামী
মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল করো হে পরওয়ার ॥
মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবু বকর
মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক
যেমন ছিলেন নেতা ওমর
এই মুনাজাত তোমার কাছে শুধু
করি মোরা বারবার ॥
তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া ॥
সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে
সেই ধারাতেই কায়েম হবে ফের
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর
শান্তির আসবে জোয়ার ॥