গান: যতদূর চোখ যায়
কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: মশিউর রহমান
যতদূর চোখ যায়
ঐ দূর সীমানায়
চোখ দুটি ভরে যায়
সবুজের বন্যায় ॥
নীল আকাশ হেঁটে হেঁটে
থেমে গেছে যেখানে
মনে হয় আমার দেশের
সীমানাটা সেখানে
ভাবনা আমার দেশটা ঘিরে
সকাল দুপুর সন্ধ্যায় ॥
নদীর ঢেউয়ে পাল তুলে
মাঝি বেয়ে যায়
মনের সুখে কণ্ঠ ছেড়ে
ভাটিয়ালী গান গায়
কল্পকথায় গল্প বলে
দুঃখ হাঁসি কান্নায় ॥