গান: যার কারণে আলোর দিশা
কথা: ইরফান খান
সুর: শাহাবুদ্দীন


যার কারণে আলোর দিশা
পেল মানব কুল
সে যে আমার সে যে সবার
মুহাম্মাদ রাসূল ॥

তার নামেতে দুরূদ পড়ে
বৃক্ষরাজি পাখিকুল
আকাশ মাটি বাতাস পানি
গোলাপ চাঁপা বকুল
এই ভুবনে ফুল বাগানে
একটি ফোটা ফুল ॥

মানবতার অন্ধ যুগে
আলোর বাতি হলো দান
ধন্য হলো দুনিয়াবাসী
ধন্য এ জাহান
দোজাহানের শ্রেষ্ঠ মানব
নেই যে তারই তুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *