গান: যার যা খুশি সে তাই করুক
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
যার যা খুশি সে তাই করুক
সকাল সন্ধ্যা সাঁঝে
সারাটা ক্ষণ লেগেই রবো
আমি দীনের কাজে ॥
দু’দিনেরই দুনিয়া ভাই
এখন আছি তখন তো নাই
তাই তো সময় যতটা পাই
কাটাতে চাই পুণ্য মাঝে ॥
আমার হিসেব শেষ অবধি
আমার দিতেই হবে
আমার বোঝা কেউ নেবে না
আমায় নিতেই হবে।
থাকতে সময় তাই তো আমি
ব্যস্ত রবো দিবসযামী
আখেরাতে তুলতে ফসল
মোটেই দেরি করবো না যে ॥