গান: যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই
কথা ও সুর: সংগ্রহ
যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই
সোানামনি শিশুদের জন্য
সে আমার দলের তো কেউ নয়
হবে না দলের বলে গণ্য ॥
তার পরনে যদি থাকে সুফীদের বেশ
চলনে বলনে হতে পারে দরবেশ
তবুও রাসূল তাকে নেবে না দলে
হোক না সে কোন মহামান্য ॥
শিশুরা ফুলের মতো
সৌরভে ভরে দশ দিক
কলরব কোলাহলে
দিন করে আলো ঝিকমিক ॥
তাই ভলোবাসি পৃথিবীতে যত শিশু আছে
পৃথিবীর যত শিশু দূরে আর কাছে
নির্মল সুখ পেতে শিশুকে নিয়ে
গড়ে তুলি শ্যামলী অরণ্য ॥