যা কিছু করতে চাও করতে পারো
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

যা কিছু করতে চাও করতে পারো
অনুরোধ শুধু ওগো পর হয়ো না
এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো
অনুরোধ শুধু এই ঘর ভেঙো না ॥

অনেক রক্ত দিয়ে গড়া এই মাসজিদ
মুক্তির প্রিয় ঠিকানায়
অনেক কান্না ভেজা এই সুবহে উম্মিদ
স্বপ্নের স্বীয় সীমানায়
কেমন করে ওগো আগুন দেবে তুমি
পাষাণ পাথর হয়ো না ॥

এক দেহে এক প্রাণে আমাদের অধিবাস মূলত
মাঝ পথে এসে আজ ছাড়াছাড়ি হবে কেন বলো তো।

সকল তিক্ততা কি ওগো ভুলে গিয়ে
সেই প্রেম খুঁজে পাবো না
সকল দুঃখ মুছে মন খুলে ওগো
সেই গান কভু গাবো না
হৃদয় দু’ভাগ করে কী সুখ পাবে তুমি
নিদয় নিঠুর হয়ো না ॥