গান: যে ছেলেটির মুখে আজ হাসির ছোঁয়া নাই
কথা ও সুর: চৌধুরী আবদুল হালিম
যে ছেলেটির মুখে আজ হাসির ছোঁয়া নাই
সেই ছেলেটির মুখে মোরা একটু হাসি চাই
উদোম গায়ে প্রচ- শীত যে মানুষটি যায়
সেই মানুষটির গায়ে মোরা একটু বসন চাই ॥
কথা ছিলো যে ছেলেটির স্কুলে যাবার
সেই ছেলেটি রিকশা চালায় জুটাতে খাবার
সেই ছেলেটি স্কুলে যাক এই তো মোরা চাই ॥
ফুটপাতে রাত করছে যাপন আপন বাড়ি নাই
ডাস্টবিনে হায় করছে লড়াই একটু খাবার চাই
তাদের জন্য একটু আবাস একটু খাবার চাই ॥