গান: যে সকল যুবক দীনের কাজে
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক


যে সকল যুবক দীনের কাজে লেগে থাকে সারাদিন
রাত্রি কাটায় লেখায়-পড়ায়, জ্ঞান সাধনায় নিদ্রাহীন ॥

যেসব যুবক আল কুরআনের সমাজ গড়ার বেলায়
জীবন দেবার স্বপ্ন দেখে শাহাদাতের মেলায়
সকল কিছু দেয় বিলিয়ে দীনের পথে হয় বিলীন
তাদের কাছে আমি ছিলাম ঋণী, নতুন করে করছি ঋণ ॥

যেসব যুবক লোভের কাছে হয় না পরাজিত
বিনয় এবং ভালোবাসায় বরং আলোকিত
যাদের নেতা বিশ্বনবী সাইয়্যেদু আল কাওনাইন
তাদের জন্যে আমি বুক পেতে দেই,
বাজাই বুকের অগ্নিবীণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *