গান: রক্তে রাঙ্গানো সংগঠন
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
রক্তে রাঙ্গানো সংগঠন
শত শত শহীদের সংগঠন
বাধার পাহাড়গুলো দলে দলে
চলবেই চলবে আন্দোলন ॥
খোদামুখি হৃদয়ের নাই ভয় নাই
মৃত্যুর মুখোমুখি গান গেয়ে যাই
এই শপথেই পণ করছি অনুক্ষণ
দীনের পথে বিলিয়ে জীবন
আনবোই আনবো জাগরণ ॥
শত শত শপথের মিলিত নাম
শিবির শিবির শিবির
অগ্নিগিরি যেন সত্য ন্যায়ের
বিংশ শতাব্দীর।
বঞ্চিত জনতার এই কাফেলা
চির হেফাজতে রেখ আল্লাহ তায়ালা
এই মুনাজাত আজ দরবারে তোমার
অপবাদের ঝড় পাড়ি দিয়ে
মঞ্জিলে যেতে হবে বন্ধুগণ ॥